
ওঙ্কার ডেস্ক:ফেব্রুয়ারির আগে ফিরবেন না সুনীতা, মহাকাশ স্টেশনে লেটুস চাষে ব্যাস্ত তিনি
গত ৫ই জুন মহাকাশে গিয়ে এখনও ফিরতে পারেননি সুনীতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর। তবে নাসার তরফে জানানো হয়েছে, সেখানে তারা কেউই বসে নেই, নানা গবেষণার কাজের পাশাপাশি তারা এই মুহূর্তে ব্যাস্ত লেটুস চাষের কাজে।তারা আরো জানিয়েছেন ৫ই জুন মহাকাশে যাওয়ার আগে থেকেই এই বিষয়ে গবেষণার পরিকল্পনা ছিল তাদের। এই গবেষণা সফল হলে দীর্ঘদিন মহাকাশে থাকার ক্ষেত্রে অসুবিধা অনেকটাই কমে যাবে। তাছাড়া আইএসএস এর মাইক্রোগ্র্যাভিটির মাঝে যদি চাষ করা যায় তাহলে পৃথিবীর খরাপ্রবন অঞ্চল গুলিতে খুব সহজে ফসল ফলানো যাবে। প্রসঙ্গত উল্লেখ্য পাঁচ মাসেরও বেশি সময় ধরে মহকাশেই রয়েছেন সুনীতা ও তার সহকারি বুচ। কয়েকদিন পরে ফিরে আসার কথা থাকলেও মহাকাশ যানে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে ওখানেই আটকা পড়ে যান তারা। তাদের ফেরানোর সমস্ত চেস্টা করা হলেও হয়তো ফেব্রুয়ারির আগে তা সম্ভব হবে না। কিন্তু এরই মধ্যে এক ভালো খবর পাঠিয়েছেন তারা যে ঐ আবহাওয়াতেও গাছ বাড়ছে, কৃষিবিজ্ঞানীরা জানিয়েছেন যদি তারা সফল হয়ে ফিরে আসতে পারেন তাহলে তা কৃষি বিজ্ঞানের জন্য এক চরম সুখবর।