
অপরূপা দাস কাঞ্জিলাল : পর্দায় তার শান্ত গভীর খুনে চাউনি দর্শকের শিরদাঁড়ায় শিরশিরানি ধরিয়েছেন সেই অভিনেতাই বাড়িতে ভয়ে নাজেহাল। খেলেন কড়া ধমক। কিন্তু কেন ঠিক কি হয়েছিল?
বহুদিন পর্দায় সেভাবে চমক দিতে পারেননি। ধীরে ধীরে অন্তরালে চলে গিয়েছিলেন দুই ভাই। কথা হচ্ছে দেওল পরিবারের দুই ভাই সানি দেওল এবং ববি দেওল এর। তবে বর্তমানে সানি এবং ববির বাজার অবশ্য বেশ ভাল। ‘গদর ২’ ছবিতে অভিনয় করার পর ফের বাজার দর বেড়েছে সানি দেওলের।

দারুন কামব্যাক করে পরপর ছবির অফার পাচ্ছেন তিনি। অন্যদিকে ববি দেওলও দারুণ পারফর্ম করে মার্কেটে নিজের জায়গা শক্তপোক্ত করে তুলেছেন। ‘আশ্রম’ ওয়েব সিরিজ়ে সাধুর বেশে অসাধুতা করেছেন এবং ‘অ্যানিম্যাল’-এও তিনি অভিনয় করেছেন খলনায়কের চরিত্রে।এই প্রথম নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবিতে তাঁর কোনও সংলাপ ছিল না। রণবীর কাপুরের সঙ্গে মারামারি করেছেন এবং শেষে তাঁর মৃত্যুও ঘটেছে। ছেলে মুখে রক্ত তুলে মরে যাচ্ছে, এই দৃশ্য ববির মা ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌর দেখেছেন এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছেলে ববি কে ডেকে রীতিমত ধমক দিয়েছেন তিনি। বলেছেন এমন ভয়ানক মৃত্যু দৃশ্যে যেন অভিনয় না করেন ববি। আদরের সন্তানকে মা হয়ে এভাবে দেখতে পারবেন না তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং তাঁর অন্যান্য ছবির মতোই এক অতিরিক্ত পৌরুষ তিনি দেখিয়েছেন পর্দায়। তাতে দুর্দান্ত অভিনয় করেছেন রণবীর কাপুর ববি দেওল। বহু দিন পর্দার অন্তরালে থাকা এক প্রকৃত শিল্পীকে ফের আবিষ্কার করল বলিউড। সেই ছবিতেই মাত্র ১৫ মিনিটের দৃশ্যে পর্দা কাঁপিয়েছেন ধর্মেন্দ্র কনিষ্ঠ-পুত্র ববি দেওল। যদিও পর্দায় যে ভিলেন কে দেখে শিউরে উঠেছে দর্শক সেই ভিলেন নিজেই বকাঝকা খেয়ে থমকেছে মায়ের কাছে।