
নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা’র সিঙ্গিল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ নয়। নির্দেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চর। আবেদন খারিজ হয়ে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবত অস্বস্তিতে অভিষেক।