
ওঙ্কার ডেস্ক : কোটা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এস সি, এস টির মধ্যেও যারা বেশি পিছিয়ে পড়া জনজাতি তাদের সংরক্ষণ দেওয়ার প্রয়োজনে দরকারে এসসিএসটির মধ্যেও উপবিভাজন আনা যাবে এবং এই ভাগাভাগির উপর ভিত্তি করে কোটা নির্ধারণ করা যাবে। অর্থাৎ সংবিধানের ৩৪১ ধারায় যাদেরকে সামগ্রিকভাবে এসিএসটি জনজাতি হিসেবে চিহ্নিত করা আছে তাদের মধ্যেও কোটা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়া জাত কে চিহ্নিত করে কোটার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া যাবে। সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত ঐতিহাসিক কারণ দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল যে রিজার্ভেশন এর কারণে এসসি,এসটির মধ্যে “ক্রিমি লেয়ার “তৈরি হয়েছে।
সুপ্রিম কোর্টের বক্তব্য এই ক্রিমি লেয়ার কে ধারাবাহিকভাবে বরাবরের জন্য অনুমোদন করা যায় না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিবেঞ্চে ৬/১ ভোটাভুটির ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।