
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে নন্দীগ্রামের জানকিনাথ মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুজো দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে এদিন লাড্ডু বিতরণ করেন শুভেন্দু। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে, সেকথা যেন মাথায় রাখেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এর পাশাপাশি এদিন নাম না করে মাদ্রিদ থেকে শালবনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিনিয়োগের কথা ঘোষণাকেও কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য,প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রবিবার রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি পালন করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।