
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : ধুপগুড়ি উপনির্বাচনের আগে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সার্কিট হাউসে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে তিনি বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের বৈঠককে কটাক্ষ করেন। তিনি বলেন,আই এন ডি আই এ লিখলেই রাষ্ট্রবাদী হওয়া যায় না। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদীনরাও রাষ্ট্রবাদী হত।
এর পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মুম্বাইতে চোরেরা গেছে, সব সাবধানে রাখতে বলবেন।
এছাড়াও এদিন আরও একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।