
ঝাড়গ্রাম, অরূপ ঘোষ: ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে. মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য মিছিল করে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী ডাঃ প্রনত টুডু । উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিনের মিছিলে পা মেলালেন কয়েক হাজার কর্মী-সমর্থক। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।
এদিন মিছিলের ফাঁকে শুভেন্দু অধিকারী বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষের সব অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেড়ে নিয়েছে. পাশাপাশি, এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়েও বিঁধলেন মুখ্যমন্ত্রীকে. বিতর্কিত চাকরিপ্রাপকদের উদ্দেশে বললেন, যারা চাকরি হারিয়েছেন, টাকা ফেরত চাইতে মমতার বাড়িতে যান. ওখানেই সব টাকা রাখা আছে.