
নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে নিম্নচাপের জেরে একাধিক জেলায় ভারী বর্ষণ হয়েছে। যার কারণে সমস্যায় পড়েছেন বহু মানুষ। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বহু ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গিয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে বহু গ্রামবাসী। পাশাপাশি আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধি হয়ে বাঁধ ভেঙে যায়। যার ফলে কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কাছে কুশমন্ডি, বংশীহারী,কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকে ত্রাণ তহবিল পাঠানোর জন্য আবেদন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা বিধ্বস্ত এলাকাবাসীর জন্য এক্স হ্যান্ডলে রাজ্য সরকারের কাছে পানীয় জল, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করার আবেদন জানান বিরোধী দলনেতা।