
ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধের কথা ঘোষণা করে ওয়াশিংটন। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল সুইজারল্যান্ড। সুইস সরকারের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক আর্থিক সহযোগিতায় অর্থ ব্যয় কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১২১ মিলিয়ন মার্কিন ডলার ছেঁটে ফেলেছে সুইস সংসদ। যার ফলে যে দেশগুলিতে আর্থিক সাহায্য করত এই দেশ, সেই দেশগুলির উপর থেকে সাহায্যের হাত সরিয়ে নিয়েছে। যার মধ্যে অন্যতম বাংলাদেশ। শুধু চলতি বছরে নয়, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার ছেঁটে দেওয়া হয়েছে।
ভারত-বাংলাদেশ চাপান উতোরের মধ্যে এর আগে ঢাকার ওপর চাপ বাড়িয়েছে হোয়াইট হাউস। বাংলাদেশে সমস্ত প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত, বাংলাদেশে কৃষি, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে আর্থিক সাহায্য করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তা বন্ধ হয়ে যাওয়ায় যে মহম্মদ ইউনুসের সরকার বিপাকে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই আবহে সুইজারল্যান্ড ও আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ায় আরও চাপে পড়ল ঢাকা।