
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল যুব কংগ্ৰেসের সভানেত্রী সায়নী ঘোষ বলেছিলেন নির্বাচনী প্রচারের কাজ মিটলে ইডিতে ফের হাজিরা দেবেন। নির্বাচনী প্রচার এবং ফল প্রকাশ সবই মিটে গেছে। তারপরও একমাস অতিক্রান্ত, কিন্তু সায়নী কোথায়?
দ্বিতীয় দফায় ইডি ডাকবার পর সায়নী আইনজীবী মারফত ২৪৩ পাতার নথি পাঠিয়ে দিয়ে বলেছিলেন সময় মতো দেখা করবেন। কিন্তু পঞ্চায়েতের ফল প্রকাশের পরই সায়নীর খোঁজ মিলছে না। প্রকাশ্যে কোন রাজনৈতিক তৎপরতায় তাঁকে দেখা যাচ্ছে না। সায়নীর ফ্ল্যাট, গাড়ি ও অন্যান্য কিছু সম্পত্তি নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। অভিযোগ উঠেছিল নিয়োগ দুর্নীতিতে জড়িত লোকজনের কাছ থেকে ফেভার নিয়েছেন সায়নী। যদিও সায়নী সংবাদ মাধ্যমের কাছে নথিপত্র পেশ করে দাবী করেছিলেন ব্যাংক লোনের টাকায় ফ্ল্যাট কিনেছেন তিনি। অন্যদিকে ইডির অফিসাররা জানিয়েছিলেন তাঁদের আরো তথ্য দরকার। কিন্তু আচমকাই সায়নী পঞ্চায়েত নির্বাচনের পর অন্তরালে চলে যাওয়ার প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।