
অঞ্জন চট্টোপাধ্যায়: গতিমান ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বঙ্গ। ক্রীড়া ক্ষেত্রেও এই বক্তব্য প্রমাণিত হলো কারণ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন সূচনা বেঙ্গল প্রো টি-২০ লিগের। উজ্জ্বল নক্ষত্রদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল জার্সি উদ্বোধন।বর্তমানে টি ২০ লীগ নিয়ে ক্রীড়া প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। পিছিয়ে রইলো না বঙ্গও। তাই অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-২০ লিগ।মঙ্গলবার লিগের উদ্ববোধনী অনুষ্ঠান। লিগ শুরুর ঠিক আগে নিজেদের জার্সি উন্মোচন করল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। প্রথম দিনেই ইডেন গার্ডেন্সে আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং ডায়মণ্ড হারবার। এদিন জমকালো ভাবে শুরু হওয়া অনুষ্ঠান সম্পর্কে অন্যতম উদ্যোগতা দুর্গেশ মিশ্র জানালেন বাংলার প্রতিভাদের সামনে আনতেই এই উদ্যোগ। এদিন দলের প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের উপস্থিতিতে হাওড়ায় আয়োজিত হয় এই জার্সি উদ্বোধনী অনুষ্ঠান। জার্সি উদ্বোধনের মঞ্চে প্রধান আকর্ষণ ছিলেন অনুষ্টুপ মজুমদার। বঙ্গ ক্রিকেটের এই কিংবদন্তির নেতৃত্বেই বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী মরসুমে মাঠে নামবে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স।অধিনায়ক অনুষ্টুপ মজুমদারও মুখিয়ে মাঠে নামতে।এদিনের অনুষ্ঠানে অভিনেতা জিৎ, রুক্মিনী এবং নুসরত ভারুচা সহ বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে জমকালো এক নতুনের সূচনা হতে চলেছে ক্রীড়া ক্ষেত্রে।