
নিজস্ব প্রতিনিধি : মান্তু ঘোষ-একসময় বাংলা তথা দেশের টেবিল টেনিস জগতে রীতিমতো সাড়াজাগানো পারফরম্যান্সের মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে এসেছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত এই টেবিল টেনিস তারকা। মাত্র ১৬ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি। দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বহু জয়ের রেকর্ড। শুধু খেলোয়াড় হিসেবেই নন -দেশের ক্যাপ্টেন এবং কোচ হিসেবেও সমানভাবে সফল তিনি। এবারে কিংবদন্তী এই টেবিল টেনিস প্লেয়ার কে নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম “বিজয়িনী”। শিলিগুড়ি প্রেস ক্লাবে মেয়র গৌতম দেবের উপস্থিতিতে অ্যালবামটি প্রকাশিত হয়। এদিন এই বিশ্বের অনুষ্ঠানে টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ, সুব্রত রায়ের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ছিলেন অ্যালবাম বিজয়িনীর রূপকার ভুবন চট্টোপাধ্যায় । ছিলেন কণ্ঠশিল্পী কাকলি চট্টোপাধ্যায়। এই অ্যালবামে রয়েছে তিনটি গান যার মধ্যে একটি ইংরেজি গান রয়েছে। অ্যালবামে কবিতা পাঠ করেছেন আবৃত্তিকার ঈশিতা দাস অধিকারী। অ্যালবামের কন্ঠ শিল্পীরা হলেন কাকলি চট্টোপাধ্যায় ভুবন চট্টোপাধ্যায় ইন্দ্রানী ভৌমিক এবং সুমনা চট্টোপাধ্যায়। এই অ্যালবাম প্রকাশিত হওয়ায় উচ্ছ্বসিত অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ।