
নিলয় ভট্টাচার্য:সোমবার বিকেলে নবান্নে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বাদ রাখা হয়েছে কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা ও বাম পরিচালিত তাহেরপুর পুরসভাকে। এরই প্রতিবাদে সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাহেরপুর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন সিপিএম কর্মীরা। অবস্থান বিক্ষোভে সামিল হন তাহেরপুর পুরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস সহ পুরসভার একাধিক অস্থায়ী কর্মীরাও।উল্লেখ্য রাজ্যের পুরনিগম ও পুরসভাগুলির মধ্যে নদিয়ার তাহেরপুর একমাত্র পুরসভা যা এখনও বামফ্রন্টের দখলে রয়েছে। পুরুলিয়ার ঝালদা পুরসভা নিয়ে দীর্ঘদিন টানাপড়েন চলছে। কখনও কংগ্রেস এই পুরসভার ক্ষমতা পেয়েছে, কখনও আবার তৃণমূল ক্ষমতা দখল করেছে। আপাতত জোড়াতালি দিয়ে তৃণমূলের দখলেই রয়েছে ঝালদা। গত পুরভোটে তৃণমূল এখানে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।