
নিজস্ব প্রতিনিধি : নিউ টাউনের তাজ সিটি সেন্টারে শিল্পী দিবাকর চক্রবর্তীর আঁকা ছবির প্রদর্শনী চলছে । এই প্রদর্শনী চলবে শুরু হয়েছে ২৭ আগস্ট চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
এখানে শিল্পীর তেল রঙে আঁকা আঠারোটা ছবি রয়েছে। দিবাকরের তুলিতে এই ছবিগুলিতে ফুটে উঠেছে রাজস্থানের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য। বিশেষ আকর্ষণ প্রদর্শনীর স্থলে বসে শিল্পী দিবাকর চক্রবর্তী তৎক্ষণাৎ ছবিও আঁকছেন।
প্রদর্শনীর দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার। তিনি বলেন, “দিবাকর তাঁর ছবিতে পুঙ্খানুপুঙ্খ বিবরণ এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, মনে হচ্ছে যেন রাজস্থানেই দাঁড়িয়ে রয়েছি।”
সকাল এগারোটা থেকে রাত ন’টা পর্যন্ত দর্শকরা প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।