
কৌশিক কোলে, তারকেশ্বর : সামনেনই শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই হাজারে হাজারে ভক্ত তারকেশ্বরে এসে ভিড় করে দেবাদী দেব মহাদেবের মাথায় জল ঢালার জন্য। প্রত্যেক বছরই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তারকেশ্বরে।
সেই ভিড়েও যাতে ভক্তরা সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে বাবার ধামে তারই উদ্যোগ নিল তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর থানার পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যে সমস্ত দোকানদারেরা ফুটপাতে বা রাস্তা জাম করে ব্যবসা করছে, বুলডোজার দিয়ে সেই সমস্ত বেআইনি দোকান ভেঙে দেওয়া হয়। ফুটপাত ফাঁকা করে দেওয়া হয় যাতে শ্রাবণ মাসে তারকেশ্বরে আগত পূনার্থীদের উপচে পড়া ভিড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো সুষ্ঠুভাবে দেখাশোনা করতে পারে প্রশাসন। আর সেই জন্যেই শনিবার সকাল থেকেই তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর জেলা পুলিশ এই কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।