
আজ বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। এদিন ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে শুরু হয়েছে মা তারার বিশেষ পুজো। পুজোর সূচনা হয় মঙ্গলারতির মাধ্যমে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল। সাধক বামাখ্যাপা এই তিথিতেই সিদ্ধি লাভ করেন। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন করেছে বীরভূম জেলা পুলিশ। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালু করেছে পূর্ব রেল।