
উজ্জল হোড়,শিলিগুড়িঃ দিন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চা বাগান গুলিতে যোগ হচ্ছে নতুন প্রযুক্তি। এর ফলে কাজ তাড়াতাড়ি হলেও স্বাদ হারাচ্ছে চা,এবং কাজ হারাচ্ছেন চা বাগানের কর্মীরা।শ্রমিকের হাতের আঙ্গুলের সাহায্যেই ২ টি পাতা ১ কুঁড়ি চা পাতা তোলা হত ছোট থেকে বড় চা বাগানে। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ দশকের পর দশক ধরে এই ছবিই দেখে আসছেন। বর্তমানে উন্নত প্রযুক্তির ফলে বদলে যাচ্ছে সেই দৃশ্য। পরিযায়ী হয়ে পড়ছে শ্রমিকরাও। আধুনিক ব্লেডের সাহায্যে কাটা হচ্ছে চাপাতা। শ্রমিকের মজুরী বাঁচাতে এই পদক্ষেপ।
আধুনিক মেশিনে ২ টি পাতা ১ কুঁড়ি নয় কেটে যাচ্ছে অপ্রয়োজনীয় পাতা,ডালপালাও। সমস্যা দেখা যাচ্ছে কারখানাতে। চায়ের স্বাদেও বদল হচ্ছে। আগের মত গুনমান থাকছে না এই চাপাতায়। ডুয়ার্সের চা কর্মীরা দলে দলে পরিযায়ী শ্রমিকের দলে যোগ দিচ্ছেন।