
শুভাশিস ঘোষ : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। তার আগেই ওয়েস্টইন্ডিজ সফরে টেস্ট ও এক দিনের ম্যাচের সিরিজ জিতে দাপট দেখায় ভারতীয় দল। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ধাক্কা খেল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের এই সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২-৩ ব্যবধানে হারল ভারত।
হার্দিকের নেতৃত্বে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারল টিম ইন্ডিয়া। তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেছিল ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের দরজা খোলেনি ভারতীয় দলের জন্য। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় রাহুল দ্রাবিড়ের ছেলেরা। সিরিজের নির্নায়ক ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। তবে ২০ ওভারের সমাপ্তিতে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারতীয় দল। ১৬৫ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচের সাফাল্য পায় ওয়েস্ট ইন্ডিজ। নির্নায়ক ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ান দল।
২০২৩ বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করতে পারলেও, ভারতের বিরুদ্ধে এদিন সিরিজ জেতায় হাসি ফুটল ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের মুখে। বিশ্বকাপের শুরুর আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধেসিরিজ হারায় বেশ উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট মহল।