শুভাশীষ ঘোষ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত ভারত অধিনায়কের। কারন মোহালির ব্যাটিং পিচে রান তাড়া করা সহজ বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রাহুল।
ভারতের একাদশ শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ইশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা (ভাইস ক্যাপ্টেন), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।
বিশ্বকাপের আগে এশিয়া কাপের খেতাব জয় বাড়তি অক্সিজেন যোগাচ্ছে টিম ইন্ডিয়াকে। তবে ঘরের মাঠে বিশ্বকাপ শুরুর আগের মুহূর্তে অজিদের বিরুদ্ধে সিরিজ জেতাই লক্ষ্য টিম ইন্ডিয়ার কাছে।