
২০২৩ সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করেছেন। ১০ ডিসেম্বর টেট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হবে টেট-এর রেজিস্ট্রেশন। পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, এবছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে ও পরীক্ষার্থী কপি তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন।