
সুরজিৎ দাস, নদীয়া : শান্তিপুরের গোবিন্দপুর পাইকারি বাজার থেকে পাওয়া গেল ভ্যান চালকের ঝুলন্ত দেহ। চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গেছে মৃতের নাম ঝন্টু সরকার। বয়স ৫৭ বছর। বুধবার সকালে নদীয়ার শান্তিপুরের গোবিন্দপুর কাঁচামালের বাজার থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ঝন্টু সরকারের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়।
আত্মীয়দের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরেই খুন করা হয়েছে ঝন্টু সরকারকে। দীর্ঘদিন যাবত মৃতের নিজের বোনের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে মামলা চলছিল। প্রত্যেকটি মামলা ঝন্টু সরকার জিতে যাওয়ায় ,সেই আক্রোশেই তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তার পরিবারের। এই অভিযোগ অস্বীকার করেছে ঝন্টুর বোনের পরিবার। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।