
ওঙ্কার ডেস্কঃ এটিম থেকে টাকা চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল কয়েকজন দুষ্কৃতী। রাজস্থানের একটি দুষ্কৃতীদল রাজস্থানের বিভিন্ন এটিএম থেকে টাকা চুরি করছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই দলটিকে বেশ কয়েকদিন ধরে গ্রেফতার করার চেষ্টা করছিলো পুলিশ।এরই মাঝে হঠাৎ দুষ্কৃতীদের পরিকল্পনার কথা জানিয়ে একটি উড়ো ফোন আসে ঘোলা থানায়। নিউ বারাকপুর ও ঘোলা থানার মাঝামঝি একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম এ ডাকাতি করার চেষ্টা হবে বলে ওই ফোনে জানানো হয়। সেইমতোই সতর্ক ছিলো পুলিশ।বুধবার রাতে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটার সময় ,একজন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ ।কিন্তু বাকি ২জন পালিয়ে যায় ।
দুষ্কৃতীর কাছ থেকে পুলিশ একটি এলপিজি ছোট গ্যাস সিলিন্ডার, অক্সি অ্যাসোটিলিন গ্যাস কাটার ও অন্যান্য চুরির কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করেছে। বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি দুষ্কৃতীদের তল্লাশি চালাচ্ছে পুলিশ।