
ওঙ্কার ডেস্কঃ ১০ লাখ টাকার সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার পরিচারিকা। জানা গেছে, ঘটনাটি বালুরঘাট এলাকায় চিকিৎসক অর্ণব সরকারের বাড়িতে ঘটেছে। অভিযোগ তাঁর স্ত্রী ও সন্তানের বেশ কিছু গয়না চুরি হয়েছে।
গত ১৭ নভেম্বর চিকিৎসক পরিচারিকার নামে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে ওই পরিচারিকার বিরুদ্ধে প্রমাণ পান তদন্তকারী আধিকারিকরা। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলে অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত। তার কাছ থেকে ইতিমধ্যেই চুরি যাওয়া কিছু গয়না উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশ ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। গোটা ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।