
উজ্জল হোড়, জলপাইগুড়ি : বর্ষার শেষ দফার দাপটে কৃষিতে ব্যাপক ক্ষতি তিস্তা পাড়ে। হঠাৎ দুর্যোগের কারণে জলপাইগুড়ির তিস্তাপাড়ে ব্যাপক ক্ষতি, সমস্যায় বহু কৃষক। বেশির ভাগ কৃষকই দিন যাপন করেন তিস্তার চরে, কৃষি কাজ করে। তিস্তার চরে সারা বছর ধরেই চলে কৃষিকাজ। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে যাওয়া তিস্তা নদীর চর এলাকার উৎপাদিত ফসলের চাহিদা মেটে জলপাইগুড়ি সহ উত্তরের অন্যান্য জেলার। এবারও শীতকালীন সবজি হিসেবে কেউ বুনেছিলেন মুলো, পালংশাক, লঙ্কা। কেউ আবার লাগিয়েছিলেন শীতকালীন পেঁয়াজ । এরই সঙ্গে বেশ কিছু কৃষক আগাম আলু চাষের জন্য জমি তৈরির কাজ সেরে ফেলেছিলেন। তবে বর্ষার লাস্ট স্পেলের দাপটে তিন দিনের অতি বৃষ্টিতে দফারফা চাষবাসের। তিস্তা নদীর উপচে পরা জলের তোড়ে সব্জি খেত যেমন নষ্ট হয়েছে, সঙ্গে চরের জমিতে এক ফুট পুরু বালির স্তর পড়েছে। বালির স্তরের উপর নতুন করে পলি মাটি না জমলে চরে আর চাষাবাদ করা যাবে না, বলছেন তিস্তা পারের কৃষকরা।