
ওঙ্কার ডেস্ক : একুশের মঞ্চে উঠেই ইউপি-তে দুর্দান্ত সাফল্যের জন্য সপা প্রধান অখিলেশ যাদবকে অভিনন্দন জানান তৃণমূল সুপ্রিমো. মমতা বলেন, ‘আপনার সঙ্গে আমি একমত. বিজেপি আন্দোলন করে পারে না, তাই এজেন্সি, নির্বাচন কমিশন, মিডিয়াকে অপব্যবহার করে চমকে ধমকে দিল্লিতে ক্ষমতায় এসেছে. এই সরকার বেশিদিন টিকবে না’. পাশাপাশি তাঁর বক্তব্য, ‘তৃণমূলের বুকে রক্ত থাকতে, বিজেপির সঙ্গে হাত মেলাবো না’.