
শঙ্কর সেনগুপ্ত, আলিপুরদুয়ার : থিকথিকে ভিড়. পা ফেলার জায়গা নেই. এদিন এমনই ছবি ধরা পড়লো আলিপুরদুয়ারের ফালাকাটা স্টেশনে. সামনেই ২১ জুলাই. শহিদ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লক থেকেও হাজার হাজার তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন।
প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফলের পর নতুন উদ্যমে রাজনৈতিক মায়দানে নেমেছে শাসকদল. জয়ের পরে প্রথম ২১ জুলাই -এর সভা থেকে কী বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে দলের নেতা থেকে কর্মী-সমর্থকরা.
সেই উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারের ফালাকাটা থেকেও প্রচুর কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।