
প্রশান্ত দাস,মালদা:মালদার তৃনমূল কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার কে খুনের ঘটনায় রহস্য ক্রমশই বেড়ে বাড়ছে। ঐ তৃণমুল নেতাকে খুন করেছে দলেরই লোকেরা বলে দাবি বিরোধীদের। মৃত কাউন্সিলরের স্ত্রী চৈতালি সরকার এবং এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীর কথাতেও সেই অভিযোগের সমর্থন মিলেছে।সোমবার মালদহের মৃত কাউন্সিলরের বাড়িতে আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। সেখানেই স্বামীর মৃত্যুর জন্য নাম না করে তৃণমূল নেতা কৃষেন্দু নারায়ণ চৌধুরীকে দায়ী করেন চৈতালি সরকার ।অপরদিকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বর্তমানে পলাতক বাবলু যাদবের স্ত্রীও স্বীকার করেছেন ,তার স্বামী তৃনমূল করতেন।
এই দুই জনের স্বীকারোক্তির পর স্বাভাবিক ভাবেই বিরোধীদের দাবি , তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই খুন হয়েছে ।
তবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি মন্ত্রী চন্দ্রিমা।তিনি জানিয়েছেন পুলিশ তদন্ত করছে,কয়েকদিনের মধ্যেই সত্য সামনে আসছে।উল্লেখ্য তৃনমূল নেতা দুলাল সরকার খুনে মূল অভিযুক্ত কৃষ্ণ রজক এবং বাবলু যাদব দুজনেই বর্তমানে পলাতক।দুজনের সন্ধান পেতে ইতিমধ্যেই ২ লক্ষ টাকা ঘোষণা করেছে পুলিশ।জোর কদমে তদন্ত শুরু হয়েছে।
ভিডিও দেখুন-