
ওঙ্কার ডেস্ক:বিজেপির পর এবার বাংলার ছয়টি উপনির্বাচন কেন্দ্রের প্রার্থিতালিকা ঘোষণা করলো তৃনমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের মতোই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বের উপরই ভরসা রেখেছে রাজ্যের শাসক দল।বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো ঘাসফুল শিবির।সেই তালিকা অনুযায়ী সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সঙ্গীতা রায়। । নৈহাটিতে প্রার্থী করা হয়েছে সনৎ দে-কে।মাদারিহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ রবিউল ইসলাম। । তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহবাবুকে।মেদিনীপুরে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজয় হাজরা।