
অনুসূয়া সিনহা, পূর্ব বর্ধমান : ফের তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ. এভার কালনায়. মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে. ভিডিও ভাইরাল হতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
কালনার শ্বাসপুর দেবনাথ পাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত. ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দল বলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল। যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন, এমন বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল।
রবিবার তিনি জানান, আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয়. এই ঘটনার নেপথ্যে রয়েছেন কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি এবং তার দলবল. পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ।
যদিও তৃণমূল নেতা গোপাল তেওয়ারির দাবি, ‘আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম, সেই পাঁচিলটিকে ওরা ভেঙে দিয়েছে। এমনকি বলতে গেলে উল্টে আমাকেই মারধর করেছে। পুরো বিষয়টি নিয়ে তিনিও থানার দারস্থ হবেন বলে জানিয়েছেন গোপাল তিওয়ারি।