
প্রতীতি ঘোষ,গুমা:লোকসভা নির্বাচনের আগে তৃনমূল নেতা খুন।রবিবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন করলো এক দুষ্কৃতী। পারিবারিক সূত্রে জানা গেছে রাতে বাড়িতে শুয়ে ছিলেন তিনি, সেই সময় এক দুষ্কৃতী ঘরে ঢুকে জিরো পয়েন্ট থেকে বিজন দাস নামে ওই তৃণমূল নেতাকে পর পর তিনটি গুলি করে। সঙ্গে সঙ্গে তাকে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনাস্থলে অশোকনগর এবং হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী। যে ব্যক্তি গুলি চালিয়েছিলো তার নাম গৌতম দাস বলে জানা গেছে।এই ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে উত্তেজিত জনতা । অভিযুক্ত পলাতক । ঘটনার পেছনে কি কারণ তা এখনো স্পষ্ট নয়।