
প্রশান্ত দাস, মালদা:
আর জি করের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে । এই অভিযোগে শনিবার রাতে মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। সেই সভা থেকেই বিরোধীদের হুমকি দিতে দেখা যায় , জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সিকে। তার অভিযোগ গত ৪ তারিখে রাত দখলের কর্মসূচি চলার সময় , বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে। সেই প্রেক্ষিতে তিনি বলেন যারা আমাদের পতাকা ছিঁড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল, তাহলে তারা ভুল ভাবছে। আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের ৫০ জনের চামড়া তুলে দিতে পারি।
পাল্টা মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মু বলেন, এটাই তৃণমূলের কালচার। আমাদের কেউ তাদের পতাকা ছেড়ে নি। হুমকি দেওয়া ওদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর রাত দখলের সময় তৃনমূলের পতাকা খুলে নেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। তৃনমূলের দাবি বিজেপি ও সিপিএমের সমর্থকরা এই কাজ করেছে।