
নিজস্ব প্রতিনিধি: শুক্রবার একুশে জুলাই, তৃণমূলের শহীদ দিবস। শুক্রবার সকাল থেকেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক এসে হাজির হয়েছেন ধর্মতলায়। সকাল দশটার মধ্যেই গীতাঞ্জলি ও সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে দলীয় কর্মীরা আসতে শুরু করেছেন। পাশাপাশি হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকেও বহু কর্মী সমর্থক আসেন।মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে গোটা মঞ্চটি। প্রথম ভাগের মঞ্চে বসবেন অভিষেক, মমতা, দলের প্রথম সারির নেতা নেত্রী ও আমন্ত্রিতরা। দ্বিতীয় ভাগে বসবেন পঞ্চায়েত নির্বাচন হিংসায় প্রাণ হারানো মৃত ব্যাক্তির পরিবারের সদস্য ও সংসদরা। এবং মঞ্চের তৃতীয় ভাগে বসবেন বিধায়ক সহ অন্যান্যরা। তৃণমূলের শহীদ দিবসকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ধর্মতলা চত্বর। একুশে জুলাই এর সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেদিকে নজর রয়েছে সকলের। প্রসঙ্গত, ২০২৩ এর একুশে জুলাই বঙ্গ রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিরোধীদের হারিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলা অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু তৃণমূল কর্মী সমর্থক। তাদের স্মরণে এবারের একুশে জুলাইকে ‘শ্রদ্ধা দিবস’ হিসেবে পালন করছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য,২০২৪ এই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে ইতিমধ্যেই। আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করেও একুশে জুলাই এর মঞ্চ থেকে বিশেষ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহল।