
প্রতীতি ঘোষ, খড়দহ:
খড়দহের একটি দোকানে ঢুকে তোলা চাওয়ার অভিযোগে
আটক দুই তৃণমূল কর্মী।ব্যাপক চাঞ্চল্য খড়দহের কল্যাণ নগর এলাকায়।দুই তৃনমূল কর্মীর তোলা চাওয়ার ছবি ও ধরা পড়েছে সিসি টিভিতে।সেই ফুটেজে ,তোলা দিতে না পারায় ব্যাবসায়ী দীপু সাহা কে মারধর, ও প্রাণনাশের হুমকি দিতে দেখা গেছে। ঘটনার জেরে আতঙ্কিত ব্যাবসায়ীরা।। পুলিশ তদন্তে নেমে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে,
খড়দহের তোলা বাজির ঘটনায় ২ জন কে আটক করেছে । তবে সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার নিউজ।