
অনুসূয়া সিনহা, দুর্গাপুর: দুর্গাপুরের এক বেসরকারি কারখানায় গনেশ পুজোর নামে নকল রশিদ ছাপিয়ে শ্রমিকদের থেকে ৫০০ টাকা করে তোলাবাজির অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলগুলি। বিজেপির অভিযোগ শাসক দলের শ্রমিক সংগঠন ৫০০ টাকা করে তোলা তুলে শ্রমিকদের শোষন করছে, আই এন টি টি ইউ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিজেপি নেতা বলেছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন দম থাকলে দল তাঁদের বহিষ্কার করুক।
দুর্গাপুরে এক দলীয় সভায় এসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় জানিয়েছেন দলের নাম ভাঙ্গিয়ে যারা এই কাজ করছে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দলের কোন অনুমোদন নেই রশিদ ছাপিয়ে এই কাজ করার তাই যারা নিজের ইচ্ছায় এই কাজ করছে তাঁদের ছেড়ে কথা বলা হবে না ।
শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেবার ভয় দেখানোর অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে।