
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার খুঁজে বার করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।দল নেত্রীর নির্দেশ পেয়েই জেলায় জেলায় আসরে নেমে পড়েছিল তৃণমূল নেতৃত্ব। সাতটা দিন কেটেছে। এবার রিপোর্ট দেওয়ার পালা। এই সাতদিনে ভোটার তালিকায় কত ‘ভূত’ ধরল জোড়াফুল শিবির। বৃহস্পতিবার এই নিয়ে বৈঠকে বসছেন দলের কোর কমিটি। রিপোর্ট নেবেন কোর কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সি।
প্রসঙ্গত, ভূতুড়ে ভোটার পাকড়াও করতে ৩৬ জনের একটি কমিটি তৈরি করে দিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসছেন। সেই বৈঠকে জেলা সভাপতি ও চেয়ারম্যানরাও থাকছেন বলে তৃণমূল সূত্রে খবর । এমনকি বৈঠকে থাকছেন বীরভূমের কোর কমিটি। ভূতুড়ে ভোটার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্য রাজনীতিতে। সামনে এসেছে ভূরি-ভূরি অভিযোগ।
তৃণমূল সূত্রে খবর,সুপ্রিমোর তৈরি করা কমিটি ও জেলা ওয়াড়ি কমিটিই আগামী দিনে ২০২৬-এর নির্বাচনের কাজ শুরু করেছে তা নিতান্তই তাৎপর্যপূর্ণ।