
জলপাইগুড়ি,উজ্জ্বল হোড় : বাংলাদেশে গণ অভ্যুত্থানের কারনে সৃষ্টি উত্তাল পরিস্থিতির প্রভাব পড়েছে ভারত – বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের উপর,। উত্তরবঙ্গের চ্যাংরাবান্দা স্থল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে সেই দেশের ভিতরে আটকে পড়েছিলেন বহু ভারতীয় ট্রাক চালক।
অশান্ত হয়ে ওঠা বাংলাদেশে দেশে আটকে পড়ায় তারা আতংকের মধ্যে পড়ে গিয়েছিলেন।চিন্তিত হয়ে পড়েছিলেন তাদের পরিজনেরাও।এই অবস্থায় সোমবার রাতেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং কুচবিহার জেলা পুলিশ প্রশাসনের তরফে দ্রুত আটকে পড়া সেইসব ট্রাক চালকদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়।চ্যাংড়াবান্ধায় ভারত বাংলাদেশ সীমান্তে দাড়িয়ে ভারতীয় এক ট্রাক চালক বাবুল মন্ডল বলেন,বাংলাদেশের ভিতরে আটকে পড়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলাম, থাকা খাওয়া থেকে নিরাপত্তা সব কিছু নিয়েই সমস্যা হচ্ছিল।অবশেষে দেশে ফিরতে পারায় শান্তি পেলাম।
অপর এক ভারতীয় ট্রাক চালক দিলীপ মন্ডলের চোঁখে মুখেও আতঙ্কের ছাপ ।এই প্রসঙ্গে তিনি বলেন, ওপারের খুব খারাপ । আমরা যেভাবে প্রাণে বেঁচে ভারতে ফিরে এসেছি, সেটা একমাত্র আমরাই জানি,। জানা গিয়েছে বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরে ২০০ ভারতীয় ট্রাক আটকে পড়েছিল ,মঙ্গলবার সকাল পর্যন্ত ১৯০ জন ট্রাক চালককে গাড়ী সমেত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।