
সুকান্ত চট্টোপাধ্যায়, ব্যারাকপুর : শুক্রবার থেকে শিয়ালদহ মেন শাখায় প্ল্যাটফর্ম মেরামতির জন্য বাতিল করা হয়েছে বেশকিছু ট্রেন। ট্রেন থেকে স্টেশন, প্রবল ভিড়. চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা. এর মাঝেই শুক্রবার কলকাতায় অফিস যাওয়ার পথে অত্যধিক ভিড়ের চাপে টিটাগড় এবং খড়দহ রেল স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে যায় ২২ বছর বয়সী মোহাম্মদ আলী হাসান আনসারী নামে এক যুবক। স্থানীয়রা তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের দাদা দাবি করেন, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে আনসারীর। এই ঘটনায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা
যদিও, চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন বি এন বসু মহকুমা হাসপাতালের সুপার ডঃ অমিতাভ ভট্টাচার্য্য.