
শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে লাইনেশ্বর মন্দিরের পাশে রেললাইনে ধস। রাতভর প্রবল বৃষ্টির ফলে কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে। ধসে ক্ষতিগ্রস্ত এক নম্বর আপ লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত। একাধিক লোকাল বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতির কাজ চলছে।
বিস্তারিত আসছে ………………………