
ওঙ্কার বাংলা ডেস্ক: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ব্রিকস সদস্য দেশগুলিকে হুঁশিয়ারি দিলেন। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলার ছাড়া অন্য কোনও মুদ্রা ব্যবহারের বিপক্ষে ট্রাম্প। শুধু তাই নয়, ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলেই ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের এই দেশগুলির কাছ থেকে একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা একটি নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না, বা শক্তিশালী মার্কিন ডলারের বদলে অন্য কোনও মুদ্রা আনবে না। যদি তারা তা করে তবে ১০০% শুল্কের মুখোমুখি হতে হবে।’
ব্রিকসের সদস্য দেশগুলি অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি যদি অন্য কোনও মুদ্রা প্রচলনের চেষ্টা করে তবে তা আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারকে টেক্কা দিতে পারবে না বলে ট্রাম্প জানান।