
সূর্যজ্যোতি সেন,তুফানগঞ্জ : বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড কোচবিহারের তুফানগঞ্জ ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘরের নিচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন । সুত্রের খবর, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহত বেশ কয়েকজন তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা রতন কুমার বসাক জানান গাছ ও ইলেকট্রিক পোল পড়ে গিয়ে রাজ্য সড়ক বন্ধ হয়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে প্রচুর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে। নাজেহাল গ্রামবাসীরা।