
নিলয় ভট্টাচার্য,নদীয়া :
অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তি ফোন চেয়ে ফোন করার কয়েক ঘন্টার মধ্যেই দুই অপহরণকারীকে গ্রেফতার করলো চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরে চাপড়া থানার তালু হুদা গ্রামের বাসিন্দা উস্তম শেখ সদ্য বিদেশ থেকে বাড়িতে আসে। তারপরে মায়ের সাথে এক পরিচিতের বাড়িতে গিয়েছিল উস্তম। পরিচিতের বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে উস্তম ও তার এক বন্ধুকে দুষ্কৃতীরা একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় বর্ধমান জেলার নাদন ঘাট থানা এলাকার একটি হোটেলে। ছেলে বাড়িতে না ফেরাই একাধিকবার ফোন করে উস্তমের মা । কিন্তু উস্তম মায়ের ফোন ধরছিল না।এরপর ছেলের মোবাইল থেকে তার মায়ের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। সাথে সাথে চাপড়া থানা দ্বারস্থ হয় তার মা। চাপড়া থানার পুলিশ তদন্ত নেমে মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের গতিবিধি নজরে রাখে।এবং চাপড়া থানার আলফা গ্রামের বাসিন্দা আমজাদ শেখ এবং ফিরোজ শেখ নামে দুজনকে গ্রেফতার করে।