
অপরূপা কাঞ্জিলালঃ বাইরে বেরোলেই সারা শরীরে তীব্র জ্বালা।তবে এবার সেই জ্বালা কমাতে গিয়ে চারগুণ বাড়িয়ে দিলেন এক অভিনেত্রী বুকের দুই স্তনে ঘুরন্ত পাখার দুরন্ত ভিডিও আপলোড করলেন নিজেই। ঠিক ধরেছেন কথা হচ্ছে উরফি জাভেদের।অভিনয় জগতে না থেকেও বলিউডে পসার কম নয় তাঁর। এর আগেও এমন অনেক কিছু নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন তিনি। তবে গরমে যখন গোটা দেশ পুড়ছে, গলদঘর্ম হয়ে নাজেহাল অবস্থা মানুষের, ঠিক সেই সময়ে উরফি তৈরি করলেন পাখা বসানো পোশাক। গরম থেকে মুক্তি পেতে শরীর জুড়ে শীতল বাতাস ছড়িয়ে দেওয়া ভাবা যায়? হ্যাঁ অবশ্যই ভাবা যায় কারণ ভাবনাটা ভেবেছেন উরফি জাভেদ।গরমের হাত থেকে বাঁচতে এই অভিনব কারসাজি দেখে অবাক তাঁর অনুসারীরা।ঠিক স্তনবৃন্তের উপর বসানো রয়েছে দু’টি পাখা। সাজিয়ে রাখার জন্য নয়, দুটি পাখা একেবারেই সচল। ক্রমাগত ঘুরে চলেছে। সঙ্গে রয়েছে কালো রঙের হারেম প্যান্ট। এদিন সাংবাদিকরা তাকে দেখে ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের সামনে পোজ দেয়ার সাথে সাথে তাদের প্রশ্ন করেন যে তারা ওই পাখা থেকে হাওয়া পাচ্ছে কিনা উত্তর আসে ‘ভীষণ রকম এতো হাওয়া নয় একেবারে এসির হাওয়া’। নিন্দার ঝড়, হুমকি, কটাক্ষ— কোনও কিছুরই যে পরোয়া না করেই করছি উড়ফি জাভেদ আছেন নিজের ফ্যাশনে মত্ত হয়ে। যদিও এই মুহূর্তে মডেল তথা অভিনেত্রীর এই বক্ষ মাঝে থাকা পাখার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। তবে বিগ বস এর প্রতিযোগী হিসেবে তার কর্মকাণ্ড তাকে সকলের নজরে নিয়ে আসে। আর এখন তো ওরফে নিজেই নিজেকে ভাইরাল করে তুলেছেন।