
ওঙ্কার ডেস্ক : আমেরিকায় অবৈধভাবে বসবাসিকারী ভারতীয়দের মধ্যে প্রথম দফায় ১০৪ জনকে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। বিমানটি টেক্সাস থেকে মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল। এই প্রক্রিয়ায় যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক ছিল পঞ্জাব পুলিশ। সেকারণে অমৃতসর বিমানবন্দ জুড়ে ছল কড়া নিরাপত্তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দফায় দফায় এই প্রক্রিয়া চলবে।
প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখা এবং পুলিশ ও প্রশাসনের অতি তৎপরতা দেখে এই প্রক্রিয়ায় দিল্লির যে কড়া নজর আছে তার আঁচ মিলেছে। দিল্লির মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন অমৃতসর বিমানবন্দরে। জানা গিয়েছে, এইসব ভারতীয়দের বেশির ভাগই ধরা পড়েছেন মেক্সিকো-আমেরিকা সীমান্তে। তবে যাদের ভারতে ফেরত পাঠানো হল তাদের বিরুদ্ধে এ দেশের আইন লঙ্ঘনের কোনো অভিযোগ নেই। ফলে তাদের কারোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।