
ওঙ্কার ওয়েব ডেস্ক: দ্বিতীয় মহাযুদ্ধের পরে ২০২৪-এ পৃথিবী ব্যাপকভাবে রক্তাক্ত হয়েছে। বিশ্বের বেশ কিছু এলাকায় চলছে ভয়াবহ যুদ্ধ। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে বিশ্বজুড়ে যুদ্ধের অশুভ প্রভাবে নারী, শিশু থেকে সর্বস্তরের নিরীহ মানুষ আক্রান্ত। এই পরিস্থিতিতে গত ১৪ মাস ধরে চলছে ইজরায়েল বনাম হামাসের যুদ্ধ। ২০২৩ সালের অক্টোবর থেকে এখনও চলছে গাজা বনাম হামাসের ভয়াবহ লড়াই।
গাজায় দেখা দিয়েছে মানবিক সঙ্কট। গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, এপর্যন্ত ইজরায়েলি হামলায় ৪৬ হাজার ৫০০জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুমিছিলে রাশ টানতে আসরে নেমেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হোয়াটস হাউস গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্যে দুপক্ষকে শান্তিচুক্তিতে সই করানোর উদ্যোগ নিয়েছে নতুন করে। চুক্তিটি তৈরি হয়ে গিয়েছে। এবার সইসাবুদের অপেক্ষা।
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াকিবহাল মহলের মতে, এর আগেই যুদ্ধবিরতির ওই চুক্তিতে সইসাবুদ সারা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জাক সুলিভান জানিয়েছেন, চলতি সপ্তাহে চুক্তিতে সই করতে চলেছে ইজরায়েল এবং হামাস।
যদিও ওয়াকিবহাল মহলের মতে, না আঁচালে বিশ্বাস নেই। প্রসঙ্গত, ইজরায়েল বনাম হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ থামানোর উদ্যোগ বেশ কয়েকমাস ধরে চলেছে। ইজরায়েল ও গাজায় শান্তি ফেরাতে সরাসরি আলোচনায় না বসলেও সাম্প্রতিক অতীতে পরোক্ষ আলোচনা হয়েছে।
কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজিপ্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইজরায়েলের পরোক্ষ আলোচনা ফলপ্রসূ হয়নি। বন্দি বিনিময় এবং গাজা থেকে ইজরায়েলি সেনা সরানোর দাবিতে ইজরায়েল ও হামাস সহমত না হওয়ার দরুণ আলোচনা এগোয়নি।
ভিডিও দেখুন-