
নিজের শুক্রাণু গোপনে এক মহিলার ডিম্বাশয়ে ব্যবহার করার অভিযোগ উঠল আমেরিকার এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডেভিড আর ক্লেপুল। অভিযোগ ৩৪ বছর আগে ডেভিড এমনটা করেছিলেন। Washington পোস্ট সূত্রে খবর, ১৯৮৯ সালে প্রজনন সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসক ডেভিড আর ক্লেপুল এর দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর পছন্দমতো চুল ও চোখের মণির রং অনুযায়ীই ব্যক্তির থেকে শুক্রাণু নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মহিলার ইচ্ছে ছিল অজানা কোনও দাতার থেকে শুক্রাণু নিয়ে নিজের ডিম্বাণু নিষিক্ত করার। চিকিৎসক ডেভিড আর ক্লেপুল সেই সময়ে ১০০ ডলার নিয়েছিলেন কৃত্রিম প্রজননের জন্য। কিন্তু পুরো বিষয়টি সামনে আসে গত বছর। মহিলার ৩৩ বছরের মেয়ে ব্রায়ানা হায়েসের ডিএনএ পরীক্ষা হয়েছিল। সেই সময়ই তাঁর ‘বায়োলজিক্যাল’ বাবার পরিচয় সামনে আসে। ব্রায়ানা আবিষ্কার করেন ওই এলাকায় তাঁর অন্তত ১৬ জন ‘ভাইবোন’ রয়েছে! নিজের বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এটা একেবারেই অস্তিত্বের সংকট।” এর পরই ব্রায়ানার মা আদালতের দ্বারস্থ হন।