
বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জঃ গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই থানায় আত্মসমর্পণ করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক জুয়েল সরকার। রায়গঞ্জের এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা ও ধর্ষণের অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে।
২০২০ সালে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক জুয়েল সরকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসও করেন। পরে ওই যুবতী বিয়ের কথা বললে তা নাকচ করে দেন অভিযুক্ত। এমনকি, বিয়ে করতে জোর করায় মেয়েটিকে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ। ২০২৩-এ ওই যুবতী জানতে পারে, জুয়েল বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। এরপরেই রায়গঞ্জ মহিলা থানায় জুয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলতে থাকে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত অভিযুক্ত এএসআই জুয়েল সরকার।
রায়গঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, হুমকি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।