
সুনন্দা দত্ত, উত্তরপাড়া: ১৮ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই কলকাতা তথা শহরতলীর আশেপাশের আকাশে রং বেরংয়ের ঘুড়ির মেলা। কিন্তু পুজোতে নিষিদ্ধ করা হয়েছিল ঘুড়ি ওড়ানোর চিনা মাঞ্জা সুতো। তবুও সেই বিধি নিষেধকেই অবজ্ঞা করে চিনা মাঞ্জার দাপট দেখা গেলো উত্তরপাড়া শহর জুড়ে। উত্তরপাড়া থানা হিন্দমোটরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে চিনা মাঞ্জা। আটক করা হয় ২ জনকে ।
প্রসঙ্গত, চীনা মাঞ্জা বা নাইলন সুতো ব্যবহার মরন ফাঁদে পরিনত হয়।বিশেষ করে কাটা ঘুড়ির সুতোয় বাইক আরোহীরা দূর্ঘটনার কবলে পড়েন। তাই প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বকর্মা পুজোর আগেই হিন্দমোটর এলাকায় রমরমিয়ে চলছিল চিনা মাঞ্জা বিক্রি। চীনা মাঞ্জা সুতো বিক্রি হচ্ছে অবাধে সেই খবর পেয়ে উত্তরপাড়া থানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণের উদ্ধার করে চীনা মাঞ্জা বা নাইলন সুতো। উত্তরপাড়া থানার পুলিশ দুটি দোকানে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে নিষিদ্ধ চিনা মাঞ্জা উদ্ধার করে এবং দুজন বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায়।