
স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে আয়োজিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর হাতে নিজের প্রথম ওয়ান-ডে ক্যাপ তুলে দিল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পর রবিবার রবীন্দ্র জাদেজার কাছ থেকে ক্যাপ হাতে নেন বরুণ। ৩৩ বছর ১৬৪ দিন বয়সী বরুণ সবচেয়ে বেশী বয়সে ভারতের হয়ে অভিষেকের তালিকায় নাম লিখিয়েছেন। তিনি এই স্থানে দ্বিতীয়, কিংবদন্তি উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার ১৯৭৪ সালে ৩৬ বছর ১৩৮ দিন বয়সে ভারতের হয়ে অভিষেক করেছিলেন। ৫০ ওভারের ফর্ম্যাটে বরুণ ক্রমাগত নিজের সেরাটা দেখিয়েছেন এবং সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে সেরা স্পিনার ছিলেন। ওয়ানডে দলে বরুণের জায়গা ভারতীয় দলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তিনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য দলে জায়গা করতে চলেছেন। টি-টোয়েন্টি সিরিজে বরুণ ছিলেন স্ট্যান্ডআউট বোলার। প্রতিটি ম্যাচেই ইংল্যান্ড ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন তিনি। ইংল্যান্ড কোনও সিরিজেই বরুণের উপায় খুঁজে বের করতে সক্ষম হয়নি। তার বিরুদ্ধে হিমশিম খেয়ে সহজে উইকেট দিয়েছে তারা। আজ তাই কুলদীপ যাদবের পরিবর্তে এই স্পিনারকে জায়গা দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন কুলদীপ। চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র ১১ দিন আগে বরুণকে নেওয়া স্পষ্ট করেছে যে গম্ভীর এবং রোহিত তাঁর ওপর বেশী ভরসা রাখছেন। ৫৯ উইকেট নিয়ে বরুণের লিস্ট এ গড় ১৪.১৩ এবং ২৩ ম্যাচে ইকোনমি রেট ৪.২৮। তিনি বিজয় হাজারে ট্রফিতে স্পিনারদের মধ্যে শীর্ষ উইকেট শিকারীদের একজন। তাঁর সেরা বোলিং-৫/৯, সেখানেও ১২.১৬ গড়ে ১৮ উইকেট নিয়েছেন। শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।