
সুকান্ত চট্টোপাধ্যায়,সুন্দরবন: একটি নিম্নচাপের জের কাটার আগেই ফের জোড়া নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। টানা এই বৃষ্টিপাতের ধাক্কায় বেসামাল বাংলার চাষীরা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন উত্তর ২৪ পরগনার সুন্দরবনের দশটি ব্লকের চাষীরা। সবজির ফলন হওয়ার আগেই সেগুলি পচতে শুরু করেছে। ধান চাষের জমিতে জমেছে এক হাঁটু জল।
এর ফলে পুজোর সময় সবজির বাজার অগ্নি মূল্য হবে আশঙ্কা করা হচ্ছে ।ইতিমধ্যেই বর্ষাকালীন সবজি যেমন কাঁচালঙ্কা ,পটল, উচ্ছে ঝিঙে গাজর সহ একাধিক সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। কৃষকরা জানাচ্ছেন মহা পুজোর প্রাক্কালে বাজার অগ্নিমূল্য হয়ে উঠতে পারে। ফড়ে দালালদের উৎপাত বাড়লে সেই সমস্যা আরো বাড়বে।
সব মিলিয়ে শুধু উত্তর চব্বিশ পরগনাই নয় সমগ্র রাজ্যেই পূজোর আগে সবজির বাজারমূল্য ঊর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা সবজি চাষীদের।