
স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ তথা অলিম্পিক্সের ইতিহাসে দেশের অষ্টম কুস্তির পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগাট। তিনি পৌঁছে গেলেন মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের ফাইনালে।
১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের কেডি যাদব। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুশীল কুমারকুস্তিতে আজ অবধি ভারত কোনওদিন সোনা জেতেনি। ফলে ভিনেশ কাল সোনা জিততে পারলে নয়া নজির গড়ে ফেলবেন। ফাইনালে ভিনেশের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ অ্যান হিল্ডেব্র্য়ান্ডট।প্যারিস অলিম্পিক্সের মঞ্চে, কুস্তিতে নজির গড়লেন ভিনেশ ফোগাট । সেমিফাইনালে হারালেন কিউবার কুস্তিগীর ইউসনেলিস গুজমানকে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই নজির গড়লেন তিনি।ভিনেশ ফোগাট ৫-০ পয়েন্টে হারালেন কিউবার কুস্তিগীর ইউসনেলিস গুজমানকে। সেইসঙ্গে, পৌঁছে গেলেন সোজা ফাইনালে।
প্রসঙ্গত, মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালের শেষ চার সেকেন্ডে দুরন্ত লড়াই করে ফিরে আসেন তিনি। সেই সুবাদেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের প্রতিপক্ষ ইউ সুসাকিকে হারান ভিনেশ ফোগাট। সেইসঙ্গে, পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে।সেখানেও বাজিমাৎ করেন ভিনেশ। দাপটের সঙ্গেই হারান ইউক্রেনের প্রতিপক্ষও ওকসানা লিভাককে। আর এই জয়ের সুবাদে তিনি পৌঁছে যান সোজা সেমিফাইনালে। বলা চলে, প্যারিস অলিম্পিক্সে কার্যত অঘটন ঘটালেন এই ভারতীয় তারকা। প্রথমে বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত করেন তিনি।
একেবারে শেষমুহূর্তের একটি প্যাঁচেই বাজিমাৎ করেন ভিনেশ। গোটা সময় পিছিয়ে থাকলেও শেষে জয় হাসিল করেন তিনিই। ভিনেশ জেতেন ৩-২ পয়েন্টে। খেলায় কখনোই আত্মবিশ্বাস হারাননি ভিনেশ।
এরপর কোয়ার্টার ফাইনালেও সেই ভিনেশ ম্যাজিক দেখা যায়। একবারে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে তিনি জয় নিশ্চিত করেন ভারতের। ইউক্রেনকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান ভিনেশ ফোগাট।